Published Book

উপন্যাস (Novel):

রেজা ঘটক-এর প্রথম উপন্যাস- ‘মা’ [MAA (Mother)]: : বাংলাদেশের শেকড়ের সন্ধানে:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে একবিংশ শতকের প্রথম দশক পর্যন্ত প্রায় সত্তর বছর সময়কাল জুড়ে বাংলাদেশের মাটি ও মানুষের মধ্যে ভূ-রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় যেসকল নিরন্তর পরিবর্তন ও পাল্টে যাবার প্রেক্ষিত দৃশ্যমান বা অদৃশ্যমান অথবা বিরাজমান, তারই প্রেক্ষাপট এই উপন্যাসের পটভূমি। সত্তর বছর বয়সী একজন বিধবা বঙ্গমাতা এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। তাঁর হারিয়ে যাওয়া ছেলের ফেলে যাওয়া কয়েকটি ডায়েরির পাতায় পাতায় ইতিহাসের অনেক বিতর্কিত ঐতিহাসিক ঘটনার মুখোমুখি হন এই মা। স্মৃতিকাতর এই মায়ের অনেক স্মৃতি-বিস্মৃতি, সুখ-দুঃখ, হাসি-কান্না, পরিবেশ-প্রতিবেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বাংলার দুর্ভিক্ষ, হিন্দু-মুসলিম দাঙ্গা, দেশভাগ, ভাষা-আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, ১৫ আগস্টের রক্তাক্ত অভ্যুত্থান, রাজনৈতিক পটপরিবর্তনসহ অসংখ্য বিচ্ছিন্ন ঘটনা পরম্পরা এই উপন্যাসের উপজীব্য বিষয়। পাল্টে যাওয়া ইতিহাস-ভূগোল-রাজনীতি-অর্থনীতির পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের থাবায় পাঠক হয়তো এই উপন্যাসে নতুন চিন্তার যোগসূত্র আবিস্কার করবেন। প্রচলিত উপন্যাসের সীমাবদ্ধতার বাইরে পাঠককে এই উপন্যাস নতুন-নতুন বিষয়-আশয়, আঙ্গিক ও প্যাটার্ন এবং বদলে যাওয়া সময়ের মুখোমুখি দাঁড় করাবে। ইতিহাসের ঘটনা পরম্পরাকে নিজের মত বিশ্লেষণ করতে উদ্বুদ্ধ করবে। 

রেজা ঘটক-এর দ্বিতীয় উপন্যাস- ‘বসনা’ (BOSNA): ইতিহাসের সত্য সন্ধানে:
‘বসনা’ একটি ঐতিহাসিক প্রামাণ্য উপন্যাস। বসনিয়া’র যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও যুদ্ধকালীন সময়ের জীবন ও ঘটনাপ্রবাহ এই উপন্যাসের বিষয়বস্তু। এই উপন্যাসের সকল চরিত্র বাস্তব এবং ইউরোপীয় বলকান ইতিহাসের একটি রক্তাক্ত অধ্যায়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এই উপন্যাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় ফুটে ওঠে বসনিয়া যুদ্ধের কঠিন ও সংগ্রামমুখর সেই সময়ের বাস্তবতা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘বসনিয়া যুদ্ধ’ মানব ইতিহাসের সবচেয়ে কলংকময় অধ্যায়। বসনিয়া যুদ্ধ ও যুদ্ধকালীন জীবনপ্রবাহ ‘বসনা’ উপন্যাসের প্রাণ। মানব ইতিহাসে মানুষ সৃষ্ট এত বড় মানবিক বিপর্যয়কে ইতিহাস খুড়ে আনার জন্য আমি দীর্ঘ ছয়টি বছর কঠোর পরিশ্রম করেছি। ইতিহাসের সত্য ঘটনাকে উপন্যাসে আনার জন্য ইতিহাসকে টাটকা ও অবিকল রাখার জন্য ‘বসনা’ উপন্যাসের সকল চরিত্রই সত্য ঘটনা থেকে গৃহীত। 
ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে একটি যুদ্ধ নিয়ে বছরের পর বছর নানান কিসিমের ছলছাতুরি ও শান্তি প্রস্তাবের নামে তালবাহানা করেছে, জাতিসংঘের উপস্থিতিতে কীভাবে বসনিয়ায় মুসলিম সম্প্রদায়ের উপর এথনিং ক্লিনিজিং হয়েছে, মানব ইতিহাসের সেই সব সত্যকে তুলে ধরার প্রয়াস হিসেবে ‘বসনা’ উপন্যাসে ইতিহাসকেই প্রাধান্য দিয়ে, সেই করুণ অথচ বাস্তব সত্যকে ঐতিহাসিক ঘটনা পরম্পরায় তুলে আনার চেষ্টা করেছি। 
‘বসনা’ উপন্যাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাঠক তাই ইতিহাসের সঙ্গেই হাঁটবেন। বর্তমান সময়ের জটিল বিশ্ব রাজনীতির সমীকরণ বুঝতে হলে ‘বসনা’ উপন্যাসের ঘটনা পরম্পরা পাঠককে হয়তো নতুন অভিজ্ঞতার সন্ধান দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।